আনিছ আহম্মদ হানিফ, চাটখিল প্রতিনিধি: বেসরকারি কলেজ শিক্ষক অ্যাসোসিয়েশনে (RTC) উদ্যোগে নান্দীপাড়া কলেজের প্রভাষক মরহুম মিজানুর রহমান লিটন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
গতকাল এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটখিল মহিলা মহাবিদ্যালয় সহকারি অধ্যক্ষ চাটখিল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ মুসা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটখিল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম, থানা থানার সেকেন্ড অফিসার শ্রী কৃষ্ণ দাস, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, বাবর চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব, উপজেলা প্রেসক্লাব সভাপতি মাস্টার হাবিবুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আনিছ আহম্মদ হানিফ, উপজেলা কৃষি অফিসার, সোমপাড়া কলেজের প্রভাষক মইনুদ্দিন, জয়াগ কলেজের প্রভাষক মফিজুল ইসলাম, পল্লী বিদ্যুতের জোনাল অফিসার ব্যাংক এশিয়ার ম্যানেজার মিজানুর রহমান বুলু, ওয়ান ব্যাংকের ম্যানেজার সহ বিভিন্ন কলেজের প্রভাষক উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ব্যবসায়ী নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতায় বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দেন।