টাচ নিউজ ডেস্কঃ ফেসবুকের নিউজফিড থেকে বাদ পড়ল ‘নিউজ’ শব্দটি। এখন থেকে নিউজফিডকে শুধু ‘ফিড’ বলতে হবে। ১৫ বছর পর এই বদল এলো।
গত মঙ্গলবার ফেসবুকের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এ ঘোষণা দেওয়া হয়। খবর প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের।
খবরে বলা হয়, ফেসবুক কর্তৃপক্ষ বলেছে- এটি কেবল নামের পরিবর্তন। ফেসবুকের ফিড হিসেবে মানুষ যে বিভিন্ন ধরনের কনটেন্ট দেখতে পান, তা তুলে ধরতেই এ পরিবর্তন। এ পরিবর্তনের ফলে ফেসবুক অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না।