টাচ নিউজ ডেস্কঃ নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদ এর সাবেক জিএস, ঢাকা বিভাগীয় যুবদলের সাংগঠনিক কমিটির সভাপতি ও নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এমটাই অভিযোগ করেছেন নরসিংদী জেলা যুবদলের সহ-সভাপতি স্বপন সরকার।
উল্লেখ্য, মহসিন হোসেন বিদ্যুৎ ২০১৪ সালের মে মাসে নরসিংদী জেলা যুবদলের আহবায়ক মনোনীত হন। ২০১৮ সালের জুনে সভাপতির দায়িত্ব পান।
এছাড়া ৯০ দশকে নরসিংদী সরকারী কলেজের এজিএস ও পরবর্তিতে জিএস নির্বাচিত হয়ে জেলাজুড়ে আলোচনায় আসেন তিনি। দলীয় কোন্দল, রাজনৈতিক ও অন্যান্য কারণে রেকর্ডসংখ্যক মামলার আসামীও তিনি। বরাবরই এসব মামলা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবী করে আসছেন তিনি।