টাচ নিউজ ডেস্ক: শারিরীক সুস্থ্যতা চেয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, করোনায় আক্রান্ত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বর্তমানে তিনি বাড়িতে আইসোলেশনে আছেন।
সম্প্রতি তার করোনার উপসর্গ দেখা যায়। এরপর তিনি গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নমুনা পরীক্ষা করাতে দেন।
বুধবার মেয়র জানতে পারেন, তার নমুনা পরীক্ষার ফলাফল করোনা পজিটিভ হয়েছে। বর্তমানে তিনি বাড়িতে আইসোলেশনে আছেন।
মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, কদিন ধরেই শরীরটা ভালো যাচ্ছে না। জ্বর নেই। মাথা ও শরীর ব্যথা। বাসায়ই আছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ করে দেন।
গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় গাজীপুরে ৭৩৫টি নমুনা পরীক্ষায় ১৮৩ জনের নমুনায় করোনা পজিটিভ পাওয়া গেছে। গাজীপুরে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দুই লাখ ৯০৫ এবং করোনা মুক্ত হয়েছেন ১৬ হাজার ৫৪০ জন।