টাচ নিউজ ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন চিত্ত রঞ্জন দাস।
মঙ্গলবার সালাম ডেইরি সংলগ্ন বালুর মাঠে (সবুজবলয় মাঠ) ২ হাজার ৩৫০টি শীতার্ত পরিবারের মাঝে এসব বিতরণ করা হয়।।
এ সময় উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুয়ে মেন জো ও বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী শাহনুরসহ অনেকে।
আরো উপস্থিত ছিলেন ঢাকা-৯ আসনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, মহিলা কাউন্সিলরসহ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের নেতারা।