আনিছ আহম্মদ হানিফ, চাটখিল প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিল পৌর এলাকায় ছাত্রকে বলাৎকারের অভিযোগে জামেয়া ওসমানিয়া মাদ্রাসার এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে বিচারিক আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
অভিযুক্ত আবদুল্লাহ আল নোমান (৩৫) লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরমেহারদুল গ্রামের আসাদুল হকের ছেলে।
গত বুধবার (১৮ জানুয়ারি) সকালে অভিযুক্ত শিক্ষককে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার রাতে পুলিশ মাদ্রাসার আবাসিক হোষ্টেল থেকে তাকে গ্রেফতার করে।