আনিছ আহম্মদ হানিফ, চাটখিল প্রতিনিধিঃ নোয়াখালী চাটখিল উপজেলার আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই মাষ্টার মাইন্ড অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৭ নভেম্বর) চাটখিল পৌরসভার দশানী টবগা সাকিনস্থ আন্তঃ জেলা মটরসাইকেল চোর চক্রের মাষ্টার মাইন্ড ও অস্ত্রধারী ১৪ মামলার আসামী ফুয়াদ হোসেন সৈকত(২৭) ও তার ঘনিষ্ঠ সহযোগী ৯ মামলার আসামী মামুন হোসেন(৩০)-কে গ্রেফতার করে পুলিশ।
এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরী অস্ত্র(এলজি), কার্তুজ ও মটর সাইকেল চুরির বিভিন্ন সরঞ্জামাদিসহ করা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চাটখিল থানার মামলা নং-১১, তাং-২৭/১১/২০২১ খ্রিঃ ধারা-১৮৭৮ সনের দি আর্মস এ্যাক্ট এর ১৯ অ/১৯(ভ) রুজু করা হয়য়ে।