টাচ নিউজ ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৬ নং ঘােলপাশা ইউনিয়নের গােরাগােরা গ্রামের কৃতী সন্তান ডাক ও টেলিযােগাযােগ মন্ত্রীর সহকারী একান্ত সচিব ফয়সল বিন করিমের উদ্যোগে ১০দিন ব্যাপী কোভিড -১৯ ভাক্সিন ফ্রী রেজিষ্ট্রেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, ১০ দিন ব্যাপী ফ্রী রেজিষ্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ম্যাজিস্ট্রেট ফয়সল বিন করিম।
এতে ঘােলপাশা ইউনিয়নের প্রায় ২৭ টি গ্রামে সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত মাইকিং করে ২ হাজার হতদরিদ্র মানুষকে গােরাগােরা ম্যাজিস্ট্রট বাড়িতে এ সেবা নিতে উৎসাহিত কারা হয়েছে।
ফ্রী রেজিষ্ট্রেশন করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন একালাবাসী।
উক্ত কার্যক্রম পরিচালনা করেন মােঃ লােকমান হােসেন, মােঃবাকী বিল্লাহ, মােঃ সাইফুল ইসলামমােঃ এয়াকুব ইসলাম, মােঃ ইমরান হােসেন, মােঃ মাহফুজুর রহমান, মােঃ আব্দুল্লাহ আল মামুন, মােঃ হাসান মাহমুদ রিফাত, মােঃ আবু নােমান, মােঃ ইমরান প্রমুখ।