টাচ নিউজ ডেস্কঃ সুলতানুল হিন্দ হযরত খাজা মঈনুদ্দিন হাসান সন্জরী চিশতী (রহঃ) এর বাৎসরিক ওরস মোবারক শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের খানকায়ে চিশতীয়ার এ ওরস চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
৬ দিন ব্যাপী এ ওরস প্রতিদিন বাদ এশা ৯৭/১ নয়াপাড়া, পাইকপাড়া, নারায়ণগঞ্জস্হ “দরবার-এ-গরীব নেওয়াজ, খানকায়ে চিশতিয়া, চিশতীয়া মন্জিল” এ অনুষ্ঠিত হইবে।
উক্ত মহতী ওরস মোবারকে স্ব-বান্ধবে সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন ওরস মোবারক উদযাপন কমিটির পরিচালক এডভোকেট কাজী রুবায়েত হাসান।