কচুরিপানা ফুল
তাহমিনা সুলতানা
আমি কচুরিপানা ফুল হতে চাই
গ্রামের স্রোতহীন খালেবিলে
চাই না গোলাপের মতো ফুলদানিতে
সেজেগুজে কারো মন রাঙ্গাতে!
চাই না কেউ মুগ্ধ হোক
থাকতে চাই অগোচরে
ইচ্ছে করে দলবেঁধে ফুঁটে থাকি
নদীর কোন শান্ত জলে!
নদীর জল আপন জানুক
থাকি মিশে স্রোতের গানে
গাঁয়ের মেয়ে যদি যায় বিদেশ-বিভুঁই
আসবে জানি ফিরে সে আমার টানে!