টাচ নিউজ ডেস্ক: ‘এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড’ ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, পর্তুগাল আওয়ামী লীগ সভাপতি জহিরুল আলম জসিম।
এক বার্তায় জহিরুল আলম জসিম বলেন, প্রধানমন্ত্রী বলেছেন এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে পড়া দেশগুলোকে ফিরিয়ে আনতে আমাদের একটি সাহসী ও উচ্চাভিলাষী বৈশ্বিক রোডম্যাপ তৈরি করতে হবে- যাতে কেউ পেছনে পড়ে না থাকে। যা সত্যিই অনন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা বিশ্বের বুকে বাংলাদেশে অবস্থান হবে মর্যদাপূণ।
তিনি আরো বলেন, কোভিড-১৯ মহামারির আগেই অনেক দেশ এসডিজি অর্জনের পথ থেকে ছিটকে পড়ে। তবু এই মহামারি সকলকে পিছনে ফেলে তা অর্জনে সক্ষম হয়েছেন দেশরত্ন শেখ হাসিনা। অভিনন্দন মুজিব কন্যা।