টাচ নিউজ ডেস্কঃ বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেনকে গ্রেপ্তারের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি করেছেন যুৃক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কাজল।
বুধবার (৬ এপ্রিল) নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণ কর্মসূচি থেকে বেলা সাড়ে ১১টায় শাপলা চত্বর থেকে তাকে মতিঝিল থানায় নিয়ে যাওয়া হয়। পরে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে পুরোনো এক মামলায় আদালতে নেওয়া হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে নেওয়ার সময় তাকে প্রিজনভ্যান থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বিএনপিরকর্মীরা। এ সময় পুলিশ লাঠিপেটা করলে কর্মীরাও ইটপাটকেল ছুড়ে মারেন। এতে অন্তত চারজন আহত হন। পুলিশ চারজনকে আটক করে।