টাচ নিউজ ডেস্কঃ দেশ-প্রবাসের সকলকে নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা জানিয়েছেন নেদারল্যান্ডস আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন তপন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, চিরায়িত নিয়মে পাল্টে যাচ্ছে ক্যালেন্ডার।আগমন হয় নতুন কিছু নিয়ে নতুন বছরের, নতুন দিনের নতুন কিছু পাবার, দেখার,জানার আশায় শুরু হয় আবার আমাদের জীবন যাত্রা তাই এই ছোট্ট জীবনকে বাজিয়ে দেখতে চাই, স্বপ্ন দেখি নতুন দিনের।
২০২১ সালে যা কিছু তিক্ততার ও গ্লানিকর তা থেকে শিক্ষা নেয় আর যা কিছুু অর্জন তা সামনে চলা পথ গতিময় করুক। এই শুভ কামনায়, সকলকে-২০২২ সালের নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা ও অভিনন্দন রইল। হাসি খুশিতে ভরে উঠুক আমাদের সকলের জীবন।