আত্নউপলব্ধি
মাহবুবুর রহমান
উন্নায়ন চাই না, ভোট দিতে চাই
অন্ধকারে থাকবো, তবুও ভোট দিতে চাই।
ভাত চাই না, হরতাল চাই।
বাঁচতে চাই না, মরে বেঁচে থাকতে চাই।
কারন ভোট দিয়েও মঙ্গা দেখেছি।
জাতি হিসাবে মেরুদন্ড সোজা করে দাঁড়াতে চাই না,
কারন মেরুদন্ডহীন নির্লজ্জ হয়ে থাকতে চাই।
বিজ্ঞানের ছোঁয়া চাই না, কারণ নেকসাস হয়ে বাঁচতে চাই।
স্বাধীনতা চাই, কারন প্রতি মুহূর্তই পরাধীন?
তাইতো দেশের তত্ব ও সস্মান পাঠিয়েছে ফরেনে-
তাঁরাই তাঁদের বসাবে গদিতে,
যদি লাগে আরও দিবে লবিং-এর স্বরণে।
দেশপ্রেম তো ছিল না কভু-
তবুও তাঁরাই ছিল প্রভু।
খাল কেটে কুমির এনেছে
রাজাকারদের পূর্ণবাসন করেছে
করেছে সবুজ-বিপ্লব।
তবুও কেন-রে জয় বাংলা,
মুজিবের গলায় ২৫ মার্চে বাজে
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম।
লেখকঃ সাধারণ সম্পাদক, ডেনমার্ক আওয়ামী লীগ।